বারাণসীতে দুই নৌকার সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলো ৬০ যাত্রীর প্রাণ
Two boats collide in Varanasi, 60 passengers narrowly escape death

Truth Of Bengal: দশাশ্বমেধ ঘাটের কাছে অবস্থিত মনমন্দির ঘাটের সামনে শুক্রবার একটি বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি ছোট নৌকা উল্টে যায়। এতে ছোট নৌকাটি ডুবতে থাকে। এ সময় ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নৌকায় থাকা লোকজন আতঙ্কে চিৎকার শুরু করেন। এদিকে, নৌকাডুবির খবর পেয়ে এনডিআরএফ-এর কর্মীরা জল পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সমস্ত যাত্রীদের উদ্ধার করেন। নৌকায় থাকা সকলেই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) ড. এস চন্নাপ্পা বলেন, বড় নৌকায় ৫৮ জন ছিলেন। ছোট নৌকায় ছিলেন ছয়জন। বড় নৌকার সঙ্গে ধাক্কা লেগে ছোট নৌকাটি ডুবে যায়। ১১টি এনডিআরএফ, পিএসি বন্যা ত্রাণ দল এবং জল পুলিশ সদস্যরা বড় নৌকায় থাকা ছয়জনকে নিরাপদে উদ্ধার করেছেন। দু’জনকে প্রাথমিক চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় বোট চালকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।