কলকাতা

বিধাননগরে হেলে পড়ল বহুতল, আতঙ্কে বাসিন্দারা

Multi-storey building tilts in Bidhannagar, residents in panic

Truth Of Bengal: ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ার পর এবার বহুতল হেলে পড়ল বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। এই নিয়ে পুরসভার মেয়রের কাছে চিঠি লিখলেন স্থানীয় কাউন্সিলর। দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ার পর এবার বাগুইহাটি। জগতপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বাগুইহাটির জগতপুর নেতাজি পল্লী। দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে গা দিয়ে দাঁড়িয়ে। বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এই ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝু্ংকু মন্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধান নগর পুরনিগমে লিখিত অভিযোগ জানান। এই বাড়ি হেলে পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিজেপি মুখপাত্র কাউন্সিলর বলেন খবর পাওয়ার পর তিনি এলাকায় প্রতিনিধি পাঠান। পুর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক সেই আবেদন তিনি রেখেছেন মেয়রের কাছে।

স্থানীয় সূত্রে খবর, পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে এই বাড়িগুলো। কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলে পড়েছে। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে এই বাড়িগুলি। বাড়ির মালিক মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে চাননি। বিধাননগর পুরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ আশ্বাস দিয়েছে।

Related Articles