খেলা

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানই ফেভারিট: গাভাসকর

Pakistan are favourites for the upcoming Champions Trophy: Gavaskar

Truth Of Bengal: আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে আয়োজক দেশ হিসাবে পাকিস্তানকে ফেভারিট বলে ঘোষণা করলেন ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও অধিনায়ক সুনীল গাভাসকর।

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় অধিনায়ক জানান, ‘যেহেতু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে, সেই কারণে ঘরের দল হিসাবে পাকিস্তানই ফেভারিট। কারণ অন্য দলগুলির পক্ষে পাকিস্তানের মাটিতে গিয়ে ওদের হারানো খুবই কঠিন।’ উদাহরণ হিসাবে গাভাসকর তুলে ধরেন, ২০২৩-র একদিনের বিশ্বকাপের কথা। এই প্রসঙ্গ তুলে ধরে সানি জানান, ‘ভারত ঘরের মাঠে আগের বছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে টানা ১০টি ম্যাচ জিতেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফাইনালে গিয়ে রোহিতরা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিতে পারেননি। তাই আমি মনে করি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হিসাবে পাকিস্তান-ই ফেভারিট।’

এদিকে গাভাসকরের পাশাপাশি ইরফান পাঠান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের পেস বোলিং আক্রমণের ওপর জোর দিতে বলেছেন নির্বাচকদের। এই প্রসঙ্গে ইরফান জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে দুবাইয়ের মাটিতে। কাজেই দুবাইয়ের পিচ থেকে সবসময়ই সিমাররা সফল হন। কেননা বল পেসাররা বল সুইং করাতে পারেন। সুতরাং ভারতের একটি সিম আক্রমণ হওয়া উচিত।’

Related Articles