‘দেশবিরোধী মন্তব্যের সমান’, ভাগবতের ‘স্বাধীনতা’ মন্তব্যের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর
Chief Minister Mamata Banerjee strongly criticized Bhagwat's comments

Truth Of Bengal: ইতিহাস বলছে,ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে মরণপন লড়াই করে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭-এর ১৫অগাস্ট।আসমুদ্র হিমাচল তাই এই স্বাধীনতা দিবস যথাযোগ্য সম্মানও মর্যাদার সঙ্গে পালন করে।কত বিপ্লবী বীরের রক্তঝরানো স্বপ্নের স্বাধীনতা রক্ষার জন্য দেশবাসী সজাগ । আরএসএস প্রধান মোহন ভাগবত পৌষ সংক্রান্তি তিথিতে একটি অনুষ্ঠানে বলেন,ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে ২২ জানুয়ারি।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান বুঝিয়ে দেন, ২২জানুয়ারি যেহেতু অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছিল, তাই সেটিই প্রকৃত স্বাধীনতা দিবস। ভাগবতের ওই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খোলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, উনি জেনে বলেছেন না, না জেনে বলেছেন তা পরিষ্কার নয়। কেউ এই ধরণের মন্তব্য করলে তা দেশবিরোধী মন্তব্যের সমান।
মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেন । তার পর বলেন, ‘‘কোনও দল কি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কখনও বিকৃত করতে পারে? এ সব খুবই বিপজ্জনক কথা। তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘ ইতিহাসের অনেক অধ্যায় বিকৃত করা হয়েছে। সংবিধানের অনেক অধ্যায় পাল্টে দেওয়া হচ্ছে। ইতিহাস বিকৃত করার যে কোনও প্রয়াস তিনি যে সমর্থন করেন না তাও স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।