রাজ্যের খবর

সমাজের ‘হীরে’ তৈরি করছেন সিভিক ভলেন্টিয়ার হীরালাল

Civic volunteer Hiralal is making society's diamond

Truth Of Bengal: অনেক সময়ই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বিশেষ করে আরজিকরকাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম জড়িয়ে যাওয়ায় তাঁদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। দু-একজন সিভিকের কুকীর্তি দিয়ে যে সবাইকে বিচার করা যায় না, তার প্রমাণ দিলেন বলাগড়ের হীরালাল সরকার। নিজের ডিউটি শেষ করে তিনি নিয়মিত সমাজের কাজ করছেন, পিছিয়ে পড়া আদিবাসী পড়ুয়াদের প্রকৃত শিক্ষিত করার পণ নিয়েছেন। তাঁর বিনাপয়সার পাঠশালায় মানুষ গড়ার কাজ চলছে জোরকদমে। সিভিক কাম মাস্টারমশাই হীরালাল এখন ফার্স্ট জেনারেশন লার্নারদের শেখান, মানুষের মতো মানুষ হতে হবে। মূল্যবোধের পাঠশালায় সমাজের আর পাঁচজনের উপকার করার পাঠ দেওয়া হয়।

হীরালাল আসলে সমাজের মণিমুক্ত তৈরি করার শিক্ষাই দিচ্ছেন,যার থেকে অনেকেই স্বপ্ন ছুঁতে পারছেন। বদলে যাচ্ছে তাঁদের জীবন,আনন্দপাঠের এই বিকল্প ভাবনায় আপ্লুত অভিভাবকরা। তাঁরা বলছেন, আগামীদিনে জহর খুঁজে বের করার এই জীবনমুখী শিক্ষা সত্যিই দরকার রয়েছে। সরকারের পথেই এই সিভিক যেন নিঃশব্দ বিপ্লব ঘটাচ্ছেন। বুঝিয়ে দিচ্ছেন, শিক্ষার চেতনায় মানবসম্পদের ইমারত তৈরি করতে চান।তাই এই সমাজসেবী স্বেচ্ছাসেবী মাস্টারমশাইকে সম্মান জানাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার।

বলাগড়ের নাটাগড় এলাকায় পাটকাঠি দিয়ে তৈরি করা হচ্ছে এই হীরালালের পাঠশালা। পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় শিক্ষক। প্রতিদিন পুলিশ কর্তাদের নির্দেশমতো শান্তিরক্ষার নানা কাজ করার পর ক্লান্তি ভুলে ৩০জন আদিবাসী পড়ুয়াকে তিনি পড়ান। কোনও পয়সা নেন না,মূল্যহীন পাঠশালায় মূল্যবোধের শিক্ষা দেওয়ার কাজ চলে আন্তরিকতার সঙ্গে। সমাজের প্রতি এই তাগিদ দেখে সব অংশের মানুষ তাঁর প্রতি ভালোবাসা জানান, প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর এই নিরলস পরিশ্রম চলবে বলে জানিয়ে দিচ্ছেন এই দেশপ্রেমী মাস্টারমশাই। বিবেকানন্দের মতোই তিনি চান,শিক্ষার সূর্যোদয় হোক দরিদ্রের পর্ণকুটিরে।বিদ্যাসাগর,রামমোহনের মতোই সর্বজনীন শিক্ষার হার বাড়াতে অঙ্গীকারবদ্ধ এই হীরালাল।

হীরালাল নিজে বলেন, “শিশুদের পড়ানোর সময় যে আনন্দ পাই, তা অন্য কোনো কাজের সঙ্গে তুলনীয় নয়। এরা যদি বড় হয়ে শিক্ষিত হয়, সমাজের মূলস্রোতে যুক্ত হতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।”

Related Articles