Truth Of Bengal: ফের মামলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। পূর্বাচল নিউ টাউনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং আরও ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (ACC)।
ACC-র ডিরেক্টর আখতার হোসেন সাংবাদিকদের জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়েছে। এই মামলায় হাসিনার কন্যা পুতুলকে প্রথম অভিযুক্ত এবং হাসিনাকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুসারে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশে রাজনৈতিক লাভের জন্য জমি বরাদ্দ করেন।প্লটগুলি তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের নামেও বরাদ্দ করা হয়েছিল বলে খবর সংবাদমাধ্যম সূত্রে খবর।
পূর্বাচল নিউ টাউনে ৬০ কাঠার ছয়টি সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত ২৭ ডিসেম্বর শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন। এরপরেই শুরু হয় তদন্ত