পেট্রোল পাম্পের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮ জন
Terrible explosion in petrol pump tanker, 8 dead

Truth Of Bengal : ভয়াবহ বিস্ফোরণের ঘটনা পেট্রোল পাম্পের জ্বালানি ট্যাংকে। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইয়েমেনের আল বায়দা প্রদেশে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর ভাবে জখম হয়েছে ৫০ জন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সূত্রের খবর জাহের জেলার পেট্রোল পাম্পের মধ্যে ছিল ওই ট্যাংকারটি। শনিবার আচমকাই বিস্ফোরণ ঘটে ট্যাংকারটিতে। আর এই বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পেট্রোল পাম্প ও তার সংলগ্ন এলাকায়। এই বিস্ফোরণের সময় পেট্রোল পাম্প স্টেশনে ছিলেন বেশ কয়েকজন। বিস্ফোরণ ঘটতেই চারিদিকে পড়ে যায় হুড়োহুড়ি। পুরো এলাকা জুড়েই জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মৃত্যু হয়েছে ৮ জনের। জখম আরও ৫০।
এই বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে শহরের নানা প্রান্ত থেকে শোনা যায় এই বিস্ফোরণের জেরে হওয়া বিকট শব্দ। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে । কি থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ।