খেলা

বেঙ্গালুরুকে ছুড়ে দেওয়া হল কঠিন চ্যালেঞ্জ, অ্যাওয়ে ম্যাচে এই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চের্নিশভের

Challenging Bengaluru, Chernyshev threw this tough challenge in the away match

Truth Of Bengal : আগামী ১১ তারিখ ডার্বি ম্যাচের দিনেই কান্তিরাভায় মাঠে নামবে মহমেডানচ। প্রতিপক্ষ সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন সাদা-কালো ব্রিগেডের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভ ও ফুটবলার বিকাশ সিং। বেঙ্গালুরু ম্যাচ প্রসঙ্গে মহমেডান কোচ জানান, ‘বেঙ্গালুরু এফসি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে রয়েছে। আইএসএলের মতো টুর্নামেন্টে যারা দুই নম্বর স্থানে থাকে তাদের তো সমীহ করতেই হবে। তবে সুনীলদের দল আমাদের থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে। তবে আগের দু’টো ম্যাচে আমার ছেলেরা যেভাবে লড়াই করে পয়েন্ট পেয়েছে এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। ঘর গুছিয়ে আক্রমণে ঝাঁপাবো।’

পাশাপাশি তিনি বলেন, ‘তবে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে আমরা হারলেও যথেষ্ট লড়াই করেছি। কাজেই ওদের দলের খেলার ধরণ আমাদের জানা আছে। আমরা সেই মতো পরিকল্পনা করেই দল মাঠে নামাব। ছেলেরাও তৈরি আছে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।  যে আত্মবিশ্বাস আমরা এতদিন হারিয়ে ফেলেছিলাম, সেই হারানো আত্মবিশ্বাস অনেকটাই আমরা ফিরে পেয়েছি। আর সেটা সম্বল করেই আমার দল ১১ তারিখ মাঠে নামবে।’

মহামেডান এবার স্ট্রাইকিং সমস্যা মেটনোর জন্য সদ্য সন্তোষজয়ী রবি হাঁসদাকে দলে নিয়েছে। কাজেই রবিকে নিয়ে নতুন আশা জাগছে মহামেডান সমর্থকদের মধ্যে। কিন্তু তিনি রবিকে নিয়ে কী ভাবছেন তা জানতে চাইলে, রুশ কোচ জানান, ‘আইএসএল আইলিগ কিংবা সন্তোষ ট্রফির থেকে অনেক কঠিন টুর্নামেন্ট। রবি যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু আইএসএলে ওঁকে সফলতা পেতে গেলে অনেক পরিশ্রম ও ধৈর্য রাখতে হবে। পাশাপাশি ঠিক রাখতে হবে নিজের লক্ষ্যও। আমাদের দলে আমরা ওঁকে যখন নেওয়া হয়েছে, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই রবিকে ব্যবহার করবো।’

Related Articles