কলকাতারাজ্যের খবর

কবে পাবেন “বাংলার বাড়ি”র দ্বিতীয় কিস্তির টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

When will you receive the second installment of "Banglar Bari"? Chief Minister said

Truth Of Bengal: “বাংলার বাড়ি” প্রকল্পের কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। ইতিমধ্যেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফে প্রায় ১২ লক্ষ বাড়ির জন্য টাকা ছাড়া হয়েছে। তবে এই টাকায় কাজ শুরু হয়েছে কিনা, তা সরাসরি প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চান তিনি। মমতা বলেন, “দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি? এই টাকা যেন অন্য কোনও খাতে না যায়। এটি রাজ্য সরকার দিচ্ছে, তাই টাকার সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।”

দ্বিতীয় কিস্তির ঘোষণা

মমতা জানান, মে মাসের মধ্যেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এছাড়া আরও ১৬ লক্ষ উপভোক্তাদের জন্য মে মাসে ৬০ হাজার টাকা এবং ডিসেম্বর মাসে আরও ৬০ হাজার টাকা দেওয়া হবে। বাদবাকি টাকা মার্চ ২০২৬-এর মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে।

শ্রমিকদের কাজ নিশ্চিত করার নির্দেশ

“বাংলার বাড়ি” প্রকল্পসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ, যেমন PHE, PWD, সেচ এবং পঞ্চায়েতের কাজ, রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের দিয়েই করতে হবে বলে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জল স্বপ্ন প্রকল্প সম্পূর্ণ করার জন্য নির্ধারিত সময়সীমা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই পূরণ করার নির্দেশ দেন তিনি।

অভিযোগ রোধে কড়া ব্যবস্থা

প্রকল্পে কোনো অভিযোগ উঠতে না পারে, তার জন্য ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। টাকা বণ্টনে কোনো অনিয়ম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন মমতা। “যদি কেউ উপভোক্তাদের কাছ থেকে টাকা চায়, বা বাড়ি তৈরিতে বাধা দেয়, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে,” বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই কঠোর মনোভাব এবং নির্দেশে স্পষ্ট, রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য সঠিকভাবে এবং সময়মতো “বাংলার বাড়ি” প্রকল্প বাস্তবায়িত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

Related Articles