নিউ জলপাইগুড়িতে অস্ত্র উদ্ধার, বিহারের দুষ্কৃতিসহ গ্রেফতার ২
Weapons recovered in New Jalpaiguri, 2 arrested along with Bihar miscreants

Truth Of Bengal: বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিউ জলপাইগুড়ির কাঁঠালবস্তি এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে স্কুটিতে থাকা দুই যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এই ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ধৃতদের নাম মহম্মদ ফাইজার আলী এবং আলতাভ আলী। মহম্মদ ফাইজার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও আলতাভ বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম অটোমেটিক পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, একটি র্যাম্বো চাকু ও দুটি মোবাইল উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন জিনিসপত্র ফুলবাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিল। যাচ্ছিল। ধৃতদের ব্যবহৃত স্কুটিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগ্নেয়াস্তুটি কোথা থেকে নিয়ে এসেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।