রাজ্যের খবর

দিঘা সফরে গিয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ

CM's PR visit to Digha, to inspect Jagannath temple work

Truth Of Bengal: জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার দিঘায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামার পরপরই জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েন তিনি। উপস্থিত জনতাকে নিজের ঘরের মানুষ মনে করে আন্তরিকতার সঙ্গে আলাপ করেন মুখ্যমন্ত্রী।

চিত্র: নিজস্ব

দুপুর পৌনে তিনটায় দিঘায় পৌঁছনোর পর কাঁথি জেলার তৃণমূল নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা, মহিলা সভানেত্রী মুক্তারুন বিবিসহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে দিঘা ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নাকা চেকিং ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া।

চিত্র: নিজস্ব

মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছিল নানা বয়সের মানুষ। শিশুদের কোলে তুলে আদর করেন তিনি, যা দেখে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর স্পর্শে তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়। পরে তিনি নিউ দিঘার ‘দিঘি’ সরকারি আবাসনে পৌঁছে রাত্রিযাপনের জন্য সেখানে থাকেন।

চিত্র: নিজস্ব

২০১৯ সালে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরীর মন্দিরের আদলে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে এই মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কাজের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। তবে বনদপ্তরের সঙ্গে জমি সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে মন্দিরের স্থান পরিবর্তন করে নিউ দিঘার লারিকা হলিডে ইন সংলগ্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়।

২২ একর জমিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। মন্দির নির্মাণে কোনো বিলম্ব বা সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখাই তাঁর এই সফরের প্রধান উদ্দেশ্য।

জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং প্রকল্পের প্রতি তাঁর নজরদারি নতুন করে প্রমাণ করে দিল, দিঘা এবং এই এলাকার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা কতটা গভীর।

Related Articles