এবার কলকাতায় সময়মতো বাস, স্টপেজে বসছে এলইডি টাইম টেবিল
Now buses in Kolkata are running on time, LED time tables are being installed at the stops

Truth Of Bengal: কলকাতা শহরসহ সল্টলেক ও কেএমডিএ এলাকায় বাস পরিষেবায় আসছে বড় পরিবর্তন। এবার থেকে মেট্রোর মতো সময় মেনে ছুটবে বাস। প্রতিটি বাসস্টপে বসানো হবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। এতে যাত্রীরা জানতে পারবেন, কোন রুটের বাস কখন স্টপেজে পৌঁছাবে। সরকারি ও বেসরকারি উভয় বাসের সময়সারণি এখানে দেখা যাবে।
পরিবহণ দপ্তর জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। শহরের অনেক স্থানে নির্দিষ্ট বাসস্টপ নেই, এছাড়া যানজটের কারণে সময়সারণি মেনে বাস চলাচল নিশ্চিত করা কঠিন। এজন্য পুরসভা ও পরিবহণ দপ্তর যৌথভাবে নতুন বাসস্টপ তৈরি করার পরিকল্পনা করছে।
নতুন নিয়মে স্ট্যান্ড থেকে নির্দিষ্ট সময় অন্তর বাস ছাড়বে এবং নির্দিষ্ট স্টপ ছাড়া বাস থামানো যাবে না। চালকদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। নিয়ম ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাসের রেষারেষি বন্ধে বাঁদিকের লেনে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার মাঝখানে যাত্রী তোলা বন্ধ করার গাইডলাইন জারি করা হবে।
নতুন প্রযুক্তির ব্যবহারেও পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বাসের গতিবিধি নজরদারি করা হবে এবং একই অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার সুযোগও থাকবে। প্রাথমিকভাবে ১০টি সরকারি বাসে ক্যাশলেস পেমেন্ট চালু হবে। এটি জনপ্রিয় হলে আরও বাসে কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা করা হবে।
শহরে বাস দুর্ঘটনা কমাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দপ্তর ও পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহণমন্ত্রীর বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শুক্রবার একটি বৈঠকে বাসচালক ও কন্ডাক্টরদের আচরণবিধি নিয়েও আলোচনা হবে। পরিবহণ দপ্তর, পুলিশ ও পুর কমিশনাররা এই বৈঠকে অংশ নেবেন। আশা করা হচ্ছে, এই নতুন ব্যবস্থায় শহরের পরিবহণ ব্যবস্থায় গতি ও শৃঙ্খলা আসবে।