কিছু অসাধু ব্যবসায়ী নিজেরাই আগুন লাগিয়ে ফায়দা লুটছে: সুজিত বসু
Some unscrupulous businessmen are setting themselves on fire and taking advantage: Sujit Basu

Truth Of Bengal: বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ী মার্চ মাসের আগে আগুন লাগাচ্ছে। ইন্সুরেন্স করার জন্য এই ধরনের ঘটনা ঘটে। আমরা ফায়ার অডিট করি। আমরা বিষয়টা নিয়ে তদন্ত করি। ২০২৩-এ ২৩০০ অডিট করেছি। চলতি বছরে এখনো পর্যন্ত ২৯০০ অডিট করেছি। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।
৫০০০ স্কোয়ার ফিটের মধ্যে যারা ব্যবসা করতে চান, তারা অনলাইনে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আমাদের ছটা ল্যাডার আছে। আমরা ১৬টা হাইড্রোলিক প্লাটফর্মে করার প্রস্তাব রয়েছে দ্রুত আগুন নেভানোর জন্য। শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের অন্যান্য জায়গাতেও এই আধুনিক হাইড্রোলিক চালু করার পরিকল্পনা রয়েছে। বিধানসভায় মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, বিগত পাঁচ অর্থবর্শে রাজ্যে ১৮ টি অগ্নি নির্বাপন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। উত্তরবঙ্গে ছটি অগ্নি নির্বাপন কেন্দ্র গঠন করা হয়েছে।