আন্তর্জাতিক

চিত্র সাংবাদিকের ওপর হামলা! গ্রেফতার ৩ দুষ্কৃতী

Attack on photojournalist! 3 miscreants arrested

Truth of Bengal: চিত্র সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ, মারধর এমনকি ক্যামেরা এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত সামগ্রীগুলি। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ঘটে ঘটনাটি।

দৈনিক ইত্তেফাক পত্রিকার চিত্র সাংবাদিক মো. নাঈমুর রহমান রাতে মোহাম্মদপুর থেকে বসিলা যাচ্ছিলেন। রাত সাড়ে ৯ টা নাগাদ মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ৪ দুষ্কৃতী অস্ত্র দিয়ে ভয় দেখায়। মারধর করে চিত্র সাংবাদিককে। এরপরেই তাঁর থেকে ছিনিয়ে নেয় নগদ ৭ হাজার টাকা, ব্যাটারি এবং সনির মেমোরিকার্ডসহ একটি নিকন ডি-৮৫০ ক্যামেরা, একটি নিকন ২৪-১২০ মিমি ক্যামেরা লেন্স, একটি মোবাইল ফোন।

Related Articles