শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, প্রচুর অস্ত্রের সন্ধান
Munger joins arms recovery in Sealdah, large quantity of weapons found

Truth Of Bengal: শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ। গোপন সূত্রে খবর পাওয়ার পর মুঙ্গেরে হানা দেয় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। শিয়ালদার বৈঠকখানা থেকে কয়েকদিন আগে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযুক্ত বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছিল। কলকাতার রাজাবাজার এলাকায় ওই ব্যক্তি বসবাস করছিল।
সেই অস্ত্র উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ভন্ডারের একাধিক খোঁজ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। একাধিক সূত্র থেকে পুলিশ জানতে পেরেছে, বিহারের মুঙ্গের থেকে কলকাতায় অস্ত্র আমদানি করত অভিযুক্ত। এই অস্ত্র সরবরাহের কাজে আরও কয়েকজন তার সঙ্গে যুক্ত ছিল।
এই ঘটনায় যে চক্র জড়িত তাদের অনেকেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। আর এই তল্লাশি পর্ব চালাতে গিয়েই বিহারের মুঙ্গেরের যোগসূত্র মেলে। সেইমতো অভিযান চালায় পুলিশ। প্রচুর অস্ত্রের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। এই অস্ত্র সরবরাহের জাল আরো কোথায় ছড়িয়ে রয়েছে তা তদন্ত চালাচ্ছে পুলিশের এসটিএফ।