বসের থেকে পাওয়া ম্যাসেজে ক্লিক করতেই সর্বনাশ! খোয়া গেল লক্ষাধিক টাকা
Another cyber fraud, lakhs of rupees disappeared from the engineer's account

Truth of Bengal: ফের বেঙ্গলুরুতে সাইবার জালিয়াতির ঘটনা। এবার জালিয়াতির শিকার এক ইঞ্জিনিয়ার। খোয়া গেলো ৪.৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগি। বেঙ্গালুরুতে এহেন প্রতারণা বারংবার হয়ে আসছে।
জানা যায়, ১৩ অক্টোবর একটি এসএমএস আসে, যেখানে লেখা ছিল, ”আমি বর্তমানে একটি কনফারেন্স কল মিটিংয়ে ব্যস্ত আছি এবং আপনাকে দ্রুত অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। আমাদের গ্রাহকদের কিছু উপহার কার্ড সরবরাহ করতে হবে, আপনি কি দয়া করে নিশ্চিত করতে পারেন যে আমরা Paytm থেকে অ্যাপল অ্যাপ স্টোর কার্ড পেতে পারি।”
ওই প্রযুক্তিব্যক্তি ভাবেন তাঁর বস এসএমএস করেছে এবং তৎক্ষণাৎ ৪.৩৫ লক্ষ টাকার একটি ভাউচার কেনেন। এসএমএস প্রেরকের নির্দেশ অনুসারে তিনি ভাউচার কোডটিও পাঠিয়ে দেন। তখনও তিনি টের পাননি তাঁর সঙ্গে কত বড়ো জালিয়াতি হচ্ছে।
পরে তিনি জানতে পারেন, ওই এসএমএস তার বসের কাছ থেকে নয় বরং একজন স্ক্যামারের কাছ থেকে এসেছিল। এরপরেই সময় নষ্ট না করে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি বাকিদেরও সতর্ক থাকার পরামর্শ দেন।