এ কি কান্ড! ঝাড়গ্রামে গাড়ি চালকদের সেবা করছেন পুলিশ
What is this case! Police serving car drivers in Jhargram

Truth Of Bengal: ঝাড়গ্রামে গাড়ির চালকদের গাড়ি দাঁড় করিয়ে চা ও বিস্কুট খাওয়াচ্ছে পুলিশ। প্রথমে দেখলে মনে হতেই পারে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ গাড়ি থেকে টাকা তুলছে।
কিন্তু সামনে গিয়ে দেখা গেল অন্য চিত্র। কনকনে ঠান্ডা ঝাড়গ্রাম জেলাতে। সেই ঠান্ডায় ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ এই ঠান্ডায় গাড়ির ড্রাইভারদের চোখ যাতে না জড়িয়ে যায় তার জন্য গাড়ি দাঁড় করিয়ে চা ও বিস্কুট খাওয়াচ্ছেন ঝাড়গ্রাম থানার পুলিশ।
কারণ শীতকালে বেশিরভাগ দুর্ঘটনার ঘটনা ঘটতে দেখা যায়। সেইজন্য ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতেই গাড়ির ড্রাইভারদের গাড়ি দাঁড় করিয়ে চা ও বিস্কুট খাইয়ে নিদ্রা ভঙ্গ এবং সচল করে তোলার উদ্দেশ্যে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ।
যা দেখে গাড়ির চালকরা ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। শীতের সময় ঝাড়গ্রাম থানার পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই গরম চা ও বিস্কুট পুলিশের কাছ থেকে পেয়ে খুশি গাড়ির চালকরা।