রাজ্যের খবর

ভোটার তালিকা সংশোধনে প্রথম দিনেই হোঁচট: অনলাইনে ‘এসআইআর’ ফর্ম পূরণে জটিলতা

ভোটারদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে

Truth Of Bengal: আজ, মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (Special Integrated Revision – SIR) প্রক্রিয়া। এই কাজের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। বিএলও-রা সাধারণ মানুষকে ফর্ম পূরণের পদ্ধতি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সাহায্যও করছেন। তবে এই গুরুত্বপূর্ণ কাজের প্রথম দিনেই বড়সড় প্রযুক্তিগত জটিলতার কারণে অনলাইন পরিষেবা চালু করা যায়নি।

আরও পড়ুনঃ সন্ধ্যা নামলেই ‘হুক্কা হুয়া’! জঙ্গলে বেড়েছে সোনালী আর ধূসর শিয়ালের আনাগোনা, তৎপর বনদফতর

এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, এই ফর্ম পূরণ করা যাবে অনলাইনের মাধ্যমেও। বিশেষত, প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হবে, যাতে সশরীরে উপস্থিত না থেকেও তাঁরা সংশোধনের কাজে অংশ নিতে পারেন। কিন্তু মঙ্গলবার, অর্থাৎ এনুমারেশন ফর্ম বণ্টনের প্রথম দিনে, সেই অনলাইন পরিষেবা চালু হয়নি।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে না। তবে কমিশন আশ্বাস দিয়েছে যে, দু-একদিনের মধ্যেই এই অনলাইন পরিষেবা চালু হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি কমিশন।

এসআইআর-এর কার্যপদ্ধতি অনুযায়ী, সমস্ত ভোটারকে এই এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর এই তথ্যগুলিকে ২০০২ সালের সর্বশেষ এসআইআর-এর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর ভিত্তিতেই নতুন নিবিড়ভাবে সংশোধিত ভোটার তালিকায় নাম উঠবে।

অনলাইন কাজ পিছিয়ে যাওয়ায় ভোটারদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, এভাবে প্রথম দিনেই কাজ পিছিয়ে গেলে পরে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের অভিযোগ আরও কিছুটা মান্যতা পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৃণমূল বারবার অভিযোগ তুলেছিল যে, নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি ছাড়াই কেবল আগামী বছরের নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। অনলাইনে এসআইআর-এর কাজে হোঁচট খাওয়ার ফলে সেই অভিযোগই যেন কিছুটা প্রমাণিত হল।

Related Articles