রাজ্যের খবর

টোটোতে QR কোডের ব্যবহার, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

Use of QR code in Toto, new initiative to control traffic system

Truth Of Bengal, Barsa Sahoo : রাস্তাঘাটে বাড়ছে টোটোর দাপট। ফলে যানজটের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এমতাবস্থায় টোটোকে নিয়ন্ত্রণে আনা খুবই জরুরী। এবিষয়ে পরিবহণ দফতর নানান মন্তব্য করলেও এবার স্পষ্টভাবে বেশ কয়েকটি বিষয় জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, টোটো নিয়ে বিশেষ পরিকল্পনা করছে রাজ্য সরকার।

রাজ্যের পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে, টোটো পরিবহনে এবার থেকে QR কোড ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন মন্ত্রী জানান, “টোটো চালকদের জন্য একটি ইউনিক QR কোড প্রদান করা হবে, যা তাদের পরিচয় নিশ্চিত করবে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়াবে।” এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তা সুনিশ্চত করা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর হবে।

এছাড়াও, স্নেহাসিস চক্রবর্তী জানান, QR কোডের মাধ্যমে টোটো চালকদের সম্পর্কে তথ্য সহজে পাওয়া যাবে, যা তাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে সাহায্য করবে। ফলে, অপরাধমূলক কর্মকাণ্ডের হার কমানোর পাশাপাশি শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এই উদ্যোগের ফলে শহরের যানজট সমস্যার সমাধান এবং নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য লাভের আশা করছেন মন্ত্রী। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং কলকাতা তথা রাজ্যের অন্যান্য শহরে এর সুফল দেখতে পাবেন বাসিন্দারা।

Related Articles