
The Truth Of Bengal : প্রয়াত হলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলী। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই বিধায়কের।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই একাধিক রোগে ভুগছিলেন বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলী। এমনকি তাঁর এই শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েকদিন বাইরে বেরতেও পারছিলেন না। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
পেশায় একজন আইনজীবী হলেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন তিনি। ইদ্রিশ আলী ছিলেন তৃণমূলের একনিষ্ঠ একজন সদস্য। বিভিন্ন সময়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতেও পিছুপা হতেন না। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করার পর রাজনীতিতে পা দিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক।
FREE ACCESS