রাজ্যের খবর

জলপাইগুড়িতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে তৃণমূল কংগ্রেস

Trinamool Congress inaugurates election office in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের কার্যক্রম করবার জন্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল।

কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, তুষার দত্ত, শারবানী ধারা, কমল রায় সহ অনেক তৃণমূল নেতৃত্বরা। নির্বাচনী কার্যালয় না থাকার ফলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্বাচনী কাজকর্ম করতে অসুবিধা হচ্ছিল। কর্মীদের কথা চিন্তা করে এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল। বিয়ের পর থেকে নির্বাচনী কার্যকর্ম করতে সুবিধা হবে কর্মীদের। নির্বাচনী কার্যালয় তৈরি হয় খুশি এলাকার তৃণমূল কর্মীরা।

এরপর থেকে নির্বাচনী কার্যালয়ে থেকেই ভোটের নির্বাচনী প্রচারের সমস্ত কাজকর্ম করা হবে বলে জানিয়েছেন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি।

Related Articles