পণ না পাওয়ায় নির্যাতন , উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ
Torture for not getting money, rescue the hanging body of the housewife

The Truth Of Bengal,দক্ষিণ চব্বিশ পরগনা : শ্বশুরবাড়ি থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ পন না পেয়ে অত্যাচার করে খুন করা হয়েছে তাদের মেয়েকে । এই ঘটনায় তদন্তে নেমেছে জয়নগর থানার পুলিশ ।
দক্ষিন বারাসাতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সৌরভ নস্কর এবং বকুলতলা থানার বেলে দুর্গানগরের বাসিন্দা লাবনী রায় । গত এক বছর আগে তাদের বিয়ে হয়। লাবনী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে বলেও জানা যায়। মৃতের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন । তারা আরও জানান ,সোমবার সকালে লাবনীর শ্বশুরবাড়ির থেকে তাদের কাছে খবর আসে যে লাবনী অসুস্থ হয়ে পড়েছে। সাথে সাথে লাবনীর বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে পদ্মেরহাট হাসপাতালে এলে চিকিৎসকরা জানান লাবনী আর বেছে নেই ।
এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবারের লোকজন। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন কে দায়ী করে লাবনীর বাপের বাড়ির লোকজন। তারা এ বিষয়ে জয়নগর থানায় দ্বারস্থ হয়। এবং জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় এসআই অলকেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল। ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
Free Access