রাজ্যের খবর

তৃষ্ণার্ত গজরাজ হাজির বাড়ির দরজায় !

Thirsty Gajraj appeared at the door of the house!

The Truth Of Bengal: দেবব্রত বাগ -ঝাড়গ্রাম : জল পাই কোথায়? প্রবল গরমে তৃষ্ণা মেটাতে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হাতি। ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়ছে তাপমাত্রা। মার্চের প্রথম থেকেই রোদের জ্বালাপোড়া অসহনীয় হয়ে উঠেছে। এদিকে এই রোদ পড়া গরমে জঙ্গলে তৃষ্ণার জল পাওয়া বড় কঠিন। এই গরমে ক্লান্ত গজরাজ তাই জলের খোঁজে সটান পৌঁছে গেল স্থানীয় একটি পার্ক এর জলাশয়ে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে অবস্থিত দুর্গাহুড়ি পার্কে ঢুকে পড়ে এই গজোরাজ।

[ আরও পড়ুন ঃ

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

]

সপ্তাহ জুড়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরম বেড়েছে। তৃষ্ণা মেটাতেই জঙ্গল ছেড়ে সটান করে হাতিটি হাজির হয় পার্কের মধ্যে থাকা ওই জলাশয়ে। ভিতরে তার এই কীর্তিকলাপ চলে প্রায় আধ ঘন্টার ওপর। তবে কারও কোনো ক্ষতি করেনি সে। প্রায় হাফ ঘন্টার কাছাকাছি ওই জলাশয়ে জল খেয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি। পাশপাশি হাতিটিকে দেখে অনেকেই আবার ক্যামেরাবন্দি করেন।

উল্লেখ্য, কয়েকদিন ব্যাপক গরম পড়েছে দক্ষিণবঙ্গসহ ঝাড়গ্রাম জেলায়, ফলে জঙ্গলে জলের অভাব দেখা দিয়েছে তাই হাতির তার পিছনে মেটাতে লোকালয়ে হানা দিয়েছে।

Related Articles