প্রশাসনের উদ্যোগে তমলুকে শুরু হল শুরু হল খাদি মেলা
The Khadi Mela started in Tamluk on the initiative of the administration

The Truth Of Bengal : রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তমলুকে শুরু হল খাদি মেলা। মেলা শুরু হল তমলুক রাজবাড়ী ময়দানে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ।
একসময় গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের গান্ধীজী চরকা কেটেছিলেন এবং খাদির প্রচলন করেছিলেন । পূর্ব মেদিনীপুরের তমলুকে খাদি মেলার উদ্বোধনে এসে জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক বলেন রাজ্য সরকার আজও এই খাদির প্রচলন বাঁচিয়ে রেখেছেন । পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী কর , তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় ,রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ হালদার ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম ,মানুষ পন্ডা ,অপর্ণা ভট্টাচার্য, প্রদীপ দে প্রমুখ ব্যক্তিত্বরা ।
এছাড়াও তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হয়েছে । এবং মেলায় রয়েছে ঢেঁকিতে ছাটা চালগুড়ি, নানা স্বাদের পিঠে পুলি , হাতের তৈরি বেতের জিনিসপত্র , খাদির বিভিন্ন রকমের জিনিসপত্রও ।
Free Access