রাজ্যের খবর

আগামীকাল সুপ্রিম কোর্টে হচ্ছেনা আরজি কর মামলার শুনানি

The hearing of the RG kar case will not be held in the Supreme Court tomorrow

Truth Of Bengal: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না বৃহস্পতিবার। গত সোমবার থেকে সুপ্রিম কোর্টে অনুপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দিনে কোন কোন মামলার শুনানি থাকে তার একটি তালিকা প্রকাশিত হয় আগের দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কোন মামলার শুনানি হবে তার তালিকাও প্রকাশিত হয়েছে বুধবার। ওই তালিকায় নেই আরজি কর মামলার শুনানি।

সূত্রের খবর, আরজি কর মামলার শুনানি না হলেও সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট দিনেই। আগের শুনানিতে আরজি করের ঘটনা নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সুপ্রিম কোর্টে। কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, আরজি করের ঘটনা গোটা দেশের কাছে জ্বলন্ত সমস্যা। সারা দেশের মানুষ এই মামলার প্রত্যেকটি শুনানির দিকে নজর রেখেছেন।

এই মামলার শুনানি পরবর্তীতে কবে হবে তা এখনো স্পষ্ট নয়। আগেই এই মামলার শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি কোন পথে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয় সিবিআইকে। সেই নির্দেশ মত বৃহস্পতিবার তদন্তের আপডেট জমা দেবে সিবিআই। তবে এই মামলায় এখনও পর্যন্ত সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে অভিযুক্তকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের ফাঁসি দিক সিবিআই। বুধবার সিবিআই-এর নিজাম প্যালেস ঘেরাও করে বড়বাজার কংগ্রেস। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতর সাজার দাবি জানানো হয়েছে।

Related Articles