ডায়মন্ড হারবারে চিকিৎসক মৃত্যুর তদন্তে এবার সিআইডি
The CID is now investigating the death of a doctor in Diamond Harbour

The Truth Of Bengal: বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: ৩ মার্চ রবিবার গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে কোয়ার্টার নম্বর ২০৪ থেকে উদ্ধার হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের (৪৫) দেহ। এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থানার পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা চিকিৎসকের প্রেমিকা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাসকে। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করে ডায়মন্ডহারবার থানার পুলিশ অভিজিৎ ও রিয়ার ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানিকে। ধৃতদেরকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে তোলা হলে অভিজিৎ দাসকে ১০ দিন, রিয়া দাসকে ৯ দিন ও বাকিবিল্লা বোরহানিকে ৮ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ ডায়মন্ড হারবার এ সিজিএম আদালত।
হুগলির কোন্নগরের বাসিন্দা চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৬, ৩৮৬, ৪০৬, ১২০বি ও ৩৪ ধারায় মামলা করে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। চিকিৎসক মৃত্যু ঘটনার তদন্ত ভার নায় সিআইডি গত বৃহস্পতিবার সিআইডির গোয়েন্দা অফিসাররা ডায়মন্ড হারবার থানায় এসে এই মামলার সমস্ত নথি ডায়মন্ডহারবার থানা থেকে সংগ্রহ করে সিআইডি অফিসাররা। এরপর শুক্রবার অভিযুক্ত তিনজনকেই ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে ডায়মন্ডহারবার থানার পুলিশ। অভিযুক্তদের চারদিনের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডায়মন্ড হারবার মহকুমার আদালতে আবেদন করে সিআইডি অফিসাররা। সেই আবেদানো মঞ্জুর করে বিচারক।
আইনজীবী সুদ্বীপ চক্রবর্তী জানান, চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এখনও পর্যন্ত এফআইআরে নাম থাকা এক মহিলা সাব ইনস্পেক্টর-সহ তিনজন ধরা পড়েনি। সিআইডি তদন্ত চালিয়ে নিশ্চয়ই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করবে।’চিকিৎসক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্মরত এক মহিলা সাব-ইন্সপেক্টরের। এছাড়াও নাম জড়িয়েছে মহেশতলা এলাকার দুই বাসিন্দার। সিআইডি অফিসাররা চিকিৎসকের মৃত্যুর তদন্তভার হাতে নেওয়ার পর অবিলম্বে চিকিৎসকের মৃত্যুর পিছনে আরও কারা কারা জড়িত রয়েছে সেই রহস্যেরও উন্মোচন হবে বলে জানা গিয়েছে।
FREE ACCESS