রাজ্যের খবর

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দফা ভিত্তিক প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

The Chief Minister is again on a visit to North Bengal

The Truth of Bengal: আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামী ২৬ এপ্রিল। প্রথম দফায় নির্বাচন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনী ক্ষেত্রগুলিতে নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৪ এপ্রিল থেকে। আগামী ৩ এপ্রিল কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে মমতা। উত্তরবঙ্গে দফা ভিত্তিক প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৩ এপ্রিল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ৩ দিনে ৬টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ থেকে ৬ এপ্রিল উত্তরবঙ্গের জেলায় জেলায় সভা হবে। ৪ এপ্রিল কোচবিহার ও জলপাইগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর।

৫ এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর। ৬ এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জঙ্গল মহলে। পুরুলিয়া ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আগামী ৭ এপ্রিল বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা। ৮ এপ্রিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা মমতার। ইতিমধ্যে জেলাগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক অয়াকিবহাল মহলের মত, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে পরাজিত হতে হয়েছিল রাজ্যের শাসক দলকে।

সবকটি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল। তবে কত বিধানসভা নির্বাচনে তৃণমূল হারানো জমি পুনরুদ্ধার করেছে। এবারের লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনের পরাজয়ের গ্লানি মুছতে চাইছে তৃণমূল। উত্তরবঙ্গ সফরে প্রথম সভা কোচবিহারে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তৃণমূলের বিশেষ টার্গেট বিজেপি প্রার্থীকে পরাস্ত করে আসনটি ছিনিয়ে নেওয়ার। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত শীতলকুচির দগডগে ঘা এখনো শুকায়নি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল নিরীহ মানুষের। কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

Related Articles