আমফানে ক্ষতি হওয়া স্কুলের প্রশাসনিক আশ্বাসে আশার আলো পড়ুয়াদের
The administration assured the students of the damaged school in Amphan

The Truth of Bengal: আমফানে উড়েছিল স্কুলের চাল। তারপর আর মেরামত হয়নি। কখনও গাছতলায়, কখনও ভাঙা স্কুলের দালানে বসে কষ্ট করে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের দ্বারিকনগর ভিআই লেলিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা বদলানোর দাবি উঠছে। কিছুদিনের মধ্যে স্কুলটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতি। এই স্কুলে সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে। আর বেলা ১১টা থেকে শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে।
স্কুলের পাশে রয়েছে ১২ ফুট বাই ১৪ ফুটের একটি রান্নাঘর। রান্না ঘরের সামনে রয়েছে একটি ছোট্ট বারান্দা। মূল স্কুল ভবনের চালার টিন সম্পূর্ণ উড়ে যায়। তারপর থেকে চার বছর হয়ে গেলেও মেরামত করা হয়নি। খুব কষ্ট করে পড়াশোনা করতে হয় পড়ুয়াদের।এসএসকে স্কুলের প্রধান শিক্ষিকা উষা বাগ জানান, কয়েক মাস আগে স্কুলের ছাদের জন্য টিন বা অ্যাসবেসটস বরাদ্দ হয়েছে। কিন্তু গ্রামের লোকজন সেই কাজ করতে দেয়নি। তাঁদের দাবি, পাকাপোক্ত কংক্রিটের ছাদ করতে হবে।
কিছুদিনের মধ্যে স্কুলটি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতি। এই আশ্বাসে আশার আলো দেখছে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা।এলাকার মানুষের পড়ুয়াদের কাছে এই স্কুলটির গুরুত্ব অপরিসীম। বাড়ির কাছে এই স্কুলে না পড়লে যেতে হবে বেশ দূরে। তবে স্কুলটি বেহাল হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে পঠন পাঠন। তাই সব মহল থেকে দাবি উঠছে দ্রুত মেরামত করা হোক।
Free Access