রাজ্যের খবর

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাবালিকা গৃহবধূ

Suicide housewife

The Truth of Bengal: বামনগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক নাবালিকা গৃহবধূ। মৃত ওই গৃহবধূর নাম আসিফা পারভীন। তার বয়স ১৭ বছর। তিনি সুজাপুর নয় মজা হাই মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫-৬ মাস আগে একই অঞ্চলের পার্শ্ববর্তী মশিমপুর পোস্ট অফিস পাড়ায় শাহবাজ শেখ এর সঙ্গে প্রেম করে বিয়ে হয় আসিফা পারভীনের। বিয়ের পরে শ্বশুর বাড়িতে শুরু হয় অশান্তি। এর কারণে কয়েক মাস আগে আসিফা পারভীন নিজের বাবার বাড়িতে চলে আসেন।

কিছুদিন থাকার পর আবার বুঝিয়ে তাদের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পর আবার পরিবারে অশান্তি শুরু করে শ্বশুর বাড়ির লোকজন। বাধ্য হয়ে একদিন আবার আসিফা পারভীন নিজের বাবার বাড়ি চলে আসেন। শনিবার রাত্র দশটা নাগাদ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আসিফা পারভীন। গলায় ফাঁস দেওয়া অবস্থায় পরিবারের লোকজন দেখার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে তাকে নিয়ে আসা হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে।

এখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে আসে পুলিশ। এবং ম্যাজিস্ট্রেট তদন্ত করা হয় কালিয়াচকে। তার পর মৃত্যু দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় মৃত্যু নাবালিকা গৃহবধূ আসিফা পারভীনের বাবা সাদেক আলী মৃতার শশুর বাড়ির অভিযুক্ত লোকজনের কঠোর শাস্তির দাবি তোলেন।পুলিশের দাবি, এই ঘটনার তদন্ত চলছে।

Related Articles