রাজ্যের খবর
খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, উদ্ধার দেহ
Student's mysterious death in Kharagpur, body recovered

Truth Of Bengal: খড়গপুর আইটিআইইয়ের ছাত্রের রহস্য মৃত্যু। ছাত্রের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় দেহ। ছাত্রের বাড়ি কসবার রাজডাঙ্গাতে। রুম থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর। আবার অনেকে বলছেন, ওই ছাত্রটি আত্মহত্যা করেছে।
তবে পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। এবং হস্টেল থেকে শুরু করে ক্যাম্পাসে তল্লাশি শুরু করা হয়েছে বলেও এমনটাই খবর। ছেলের এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। মেধাবী এই ছাত্রের মৃত্যুতে হতবাক প্রতিবেশীরাও। কিন্তু নেপথ্যে খুন নয় তো? এই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে।