রাজ্যের খবর

আসানসোলে উদ্ধার ছাত্রের গুলিবিদ্ধ দেহ

Student's bullet-ridden body recovered in Asansol

The Truth Of Bengal : আসানসোলে হোটেলের রুমে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়া যুবকের দেহ নিয়ে সঠিক বিচারের দাবিতে কুলটি থানার নিয়ামতপুরে জিটি রোড অবরোধ করলেন যুবকের পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা।মঙ্গলবার আসানসোলের কুমারপুরে একটি হোটেল থেকে রোহন প্রসাদ রাম নামে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল।

মৃত রোহনের পরিবারের দাবি রোহনকে খুন করা হয়েছে এবং ঘটনার পিছনে এক যুবতী রয়েছে বলে অভিযোগ পরিবারের । সেই যুবতীকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারই প্রতিবাদে বুধবার রোহনের ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে বিক্ষোভে নামে তার পরিবার এবং প্রতিবেশীরা। পরিবারের দাবি অবিলম্বে ওই যুবতীকে গ্রেফতার করতে হবে এবং তাকে সামনে নিয়ে আসতে হবে ।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে চারটে থেকে আসানসোল বরাকর রোডে জিটি রোডের নিয়ামতপুর চৌমাথা মোড়ে হওয়া এই অবরোধের জেরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।

Free Access

Related Articles