রাজ্যের খবর

হোয়াটসঅ্যাপ নম্বরে বাজিমাত, জল চুরির অভিযোগ পেয়েই কড়া ব্যবস্থা

Strict action taken after receiving complaint of water theft, scam on WhatsApp number

Truth Of Bengal: হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে বাজিমাত। রাজ্য সরকারের পাঠানো পানীয় জলের অপচয় ও অপব্যবহার নিয়ে দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জমা পড়তেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা। প্রায় সমস্ত অভিযোগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরজল নিয়ে অভিযোগ জানাতেদুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলে রাজ্যে রজন স্বাস্থ্যকারিগরি দফতর। সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছিল ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬- এই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যেতে পারে। সরকারের পাঠানো পানীয় জল কিছু অসাধু মানুষ যেভাবে অপব্যবহার করছিল, নিজের এলাকার সেই অভিযোগ তুলে ধরা হয় এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে।

মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে মোট অভিযোগ আসে ১৮৩১টি। সেই অভিযোগগুলি দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়। ১৭৮৮টি অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সত্যাসত্য বিচার করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সব খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। তাই নানা কারণে হোয়াটসঅ্যাপে আসা অভিযোগের নিষ্পত্তি আটকে আছে ৪৩টি।

এই অভিযোগগুলি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। তেমন বেনিয়ম কিছু পাওয়া গেলে এই অভিযোগগুলির ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। একই রকম ভাবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে আসা অভিযোগের প্রায় সবগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দফতরে আসে মোট ৯২৪৯টি অভিযোগ। ব্যবস্থা নেওয়া হয় ৮৯৮৪টি অভিযোগের বিরুদ্ধে। অন্যদিকে, সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম-এমোট অভিযোগ জমা পড়ে ১০৪টি। ব্যবস্থা নেওয়া হয় ১০৩টি ক্ষেত্রে। আবার ই-মেইল মারফত অভিযোগ আসে ১০৫টি। ব্যবস্থা নেওয়া হয়েছে ৯৪টি ক্ষেত্রে।

হোয়াটসঅ্যাপ ছাড়া বাকিগুলি ক্ষেত্রে নিময়মাফিক অভিযোগ জানানোর সুযোগ ছিল। যারা এই তিন ক্ষেত্রে অভিযোগ জানানোর বিষয়টি জানতেন না, তাদের কাছে অভিযোগ জানানো সহজ হয়ে যায় হোয়াটসঅ্যাপ নম্বর চালু হওয়ায়। আরও বেশি মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন তার জন্য এই নম্বর চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। আর এই নম্বর চালু হতেই দেখা যাচ্ছে সেখানে প্রচুর অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

কোনও ভাবে জল অপচয় করা বা চুরি বরদাস্ত করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য সংশ্লিষ্ট দফতরকে আরও কড়া হতে বলেছিলেন তিনি। গত বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় এই বিষয়ে জানিয়েছিলেন, রাজ্যের সব জেলাতেই কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে। পানীয় জল ব্যবসায়িক কাজে ব্যবহার হচ্ছে এমন নির্দিষ্ট অনেক অভিযোগ জমা পড়েছে। কোথাও গরুর স্নান করানো হচ্ছে বা কোথাও মাছ চাষের জন্য পানীয় জল ব্যবহার করা হচ্ছে। চাষের কাজেও পানীয় জল ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ এসেছে। আলাদা পাইপ লাইন ব্যবহার করে পানীয় জল ট্যাঙ্কে ভরা হচ্ছে।

একদিকে সাধারণ মানুষকে সচেতন করা অন্যদিকে কঠোর পদক্ষেপ গ্রহণ- এই দুই পথ অবলম্বন করে পানীয় জল অপচয় ও অপব্যবহার রোখা হবে বলে জানান মন্ত্রী। তবে তাতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। তুলে ধরতে হবে জল চুরির ঘটনা। যাতে কড়া ব্যস্থা নিতে পারে প্রশাসন। সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর চালু হওয়ায় সেখানে ভুরি ভুরি অভিযোগ জমা হয়। যার জন্য কড়া ব্যবস্থা নেওয়া সহজ হয়ে যায় প্রশাসনের পক্ষে।

অভিযোগ জানানোর নম্বর

৮৯০২০২২২২২

৮৯০২০৬৬৬৬৬

Related Articles