দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় চূড়ান্ত হতাশ রাজ্যের পরিষদীয়মন্ত্রী
State Assembly Minister extremely disappointed with the role of responsible opposition party

Truth Of Bengal: কথায় কথায় বয়কট করা এবং বিধানসভার বাইরে গিয়ে বিক্ষোভ দেখানো— একে দায়িত্বশীল বিরোধী দলের আচরণ বলতে নারাজ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বাজেট অধিবেশনে বিরোধীদের লাগাতার বিক্ষোভ এবং আচরণ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা বলেন তিনি।
শুধু পরিষদীয় মন্ত্রী হিসেবেই নয়, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিধানসভার সদস্য তিনি। শাসক দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও দেখেছেন কাছ থেকে। সাম্প্রতিক সময়ে রাজ্য বিধানসভায় বিরোধীদের আচরণ দেখে হতাশ প্রবীণ এই মন্ত্রী।
বৃহস্পতিবার শেষ হল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। এই অধিবেশনের শেষ দিনে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ আত্মসমালোচনা করে বলেন, বিধানসভায় বিরোধীদের আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। গত ১০ দিনে বিধানসভার ভেতরে ও বাইরে বিরোধীদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, ‘দিনের পর দিন বিধানসভায় বিরোধীদের ভূমিকা দেখে একটা খারাপ নজির তৈরি হচ্ছে। স্পিকার হলেন এই হাউসের সবচেয়ে সম্মাননীয় ব্যক্তি। তাঁর দিকে কাগজ ছোড়া, তাঁকে লক্ষ্য করে ধেয়ে যাওয়া অত্যন্ত অশালীন আচরণ। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘এবারের অধিবেশনে বিজেপি শুধু বিক্ষোভ দেখায়নি, লাগাতার বয়কটও করেছে। বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, অথচ বিরোধীরা তাতে অংশগ্রহণ না করে বাইরে গিয়ে একের পর এক বিবৃতি দিচ্ছে। এটা কি দায়িত্বশীল বিরোধী দলের পরিচয়?’
অধিবেশন চলাকালীন বিজেপির আচরণ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আগেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। বিরোধীরা চাইলে এবারও আনতে পারত। কিন্তু তা না করে অধ্যক্ষের নির্বাচনী কেন্দ্র বারুইপুরে গিয়ে প্রতিবাদ দেখানো আসলে রাজনৈতিক দেউলিয়াপনা।
অধ্যক্ষের কেন্দ্রে যাওয়ার অর্থ তাঁর বাড়িতে গিয়ে বিক্ষোভ করা। আমি মনে করি, এটি অত্যন্ত নিন্দনীয়।’ তিনি আরও জানান, ‘বিরোধী দল বিরোধিতা করবেই, বিক্ষোভ দেখাবেই, এতে কোনও সমস্যা নেই। আমাদের দলও দিল্লিতে নানা ইস্যুতে প্রতিবাদ জানায়। কিন্তু আমরা সর্বদলীয় বৈঠকে যাই, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিই। কিন্তু বিজেপি কিছুতেই এই আলোচনায় আসতে চায় না।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরে যে বিক্ষোভ হয়েছেশোভন দেব চট্টোপাধ্যায়তারও তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেন, ‘যাই হোক, অধ্যক্ষের কেন্দ্রে গিয়ে এভাবে বিক্ষোভ দেখানোকে কোনওভাবেই সমর্থন করা যায় না।’