রাজ্যের খবর

হাওড়ায় রামনবমী উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন, কারা উপস্থিত ছিলেন সেখানে?

Special procession organized on the occasion of Ramnavami in Howrah, who was present there?

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : বুধবার তৃনমূলের উদ্যোগে রামনবমী উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটির শোভাযাত্রা শুরু হয় উত্তর হাওড়া লিলুয়া হনুমান মন্দির, মহাবীর চক থেকে। যা শেষ হবে হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত।

রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় , অরূপ রায়, ডা: রাণা চট্টোপাধ্যায়, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা বর্ণনাঢ্য সহকারি এই রেলি উত্তর হাওড়ার অনেকটাই পথ ও দক্ষিণ করেন। সকাল দশটায় শুরু হয় এই রেলি।

Related Articles