রাজ্যের খবর

ঘরের ভেতর থেকে বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Rotten dead body of an old woman was recovered from inside the house

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ঘরের ভেতর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে অবশেষে পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি মোড় এলাকার।

জানা গেছে, মৃত বৃদ্ধার নাম মানু দেবী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়দিন ধরেই তাকে বাইরে বেরোতে দেখেনি প্রতিবেশীরা। কিন্তু আজ সকালে হঠাৎ তার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তখনই প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর ঘরের ভিতরে ঢুকতেই দেখে বৃদ্ধার পচা গলা দেহ পড়ে রয়েছে। এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দুই থেকে তিন দিন ধরে এই মৃতদেহটি বাড়ির ভেতরে পড়ে রয়েছে। তবে বার্ধক্য জনিত কারণ নাকি রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ। যদিও প্রতিবেশীদের দাবি, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন মাঝেমধ্যে রাস্তায় বেরোতেন তিনি। কিন্তু কয়েকদিন যাবত তাকে আর দেখা যায়নি। আজকের এই ঘটনা শোনার পরে ছুটে আসে আত্মীয়-স্বজন। তারাও মানসিকভাবে ভেঙে পড়েন। অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশমার্গে পাঠানো হয়েছে।

Related Articles