রাজ্যের খবর

বারুইপুরের বেগমপুর জঙ্গল থেকে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় 

Rotten body recovered from Begumpur forest of Baruipur, Chanchalya area

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : সাত সকালে বারুইপুর থানা এলাকার বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে পচাগলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দেহের বেশীরভাগ অংশ এতটাই পচে গিয়েছে যে দেহ পুরুষ নাকি মহিলার তা বোঝা যাচ্ছে না। মঙ্গলবার সকালে দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা ৷ এরপর তারাই বারুইপুর থানার পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহ আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

এলাকার বাসিন্দারা সকালে কাজে যাচ্ছিলেন৷ তারাই খালের পাশে জঙ্গল থেকে পচা গন্ধ পান৷ সাথে সাথেই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি জানান৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ বাইরে থেকে নিয়ে এসে এই নির্জন এলাকায় দেহ ফেলে কেউ গিয়েছে বলে অভিযোগ ৷ দেহের বেশীরভাগ অংশ পচে যাওয়ায় তা সনাক্তকরণেও সমস্যা হচ্ছে ৷ বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ৷ এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা ৷ দেহ বেশ কয়েকদিন আগেই ফেলে যাওয়া হয়েছে বলে মনে করছে পুলিশ ৷

Related Articles