পরকীয়ায় প্রতিবাদ করাই হল কাল! স্ত্রীকে পুড়িয়া মারার চেষ্টা, গ্রেফতার গুণধর স্বামী
Protesting in foreign countries is tomorrow! Gunadhar husband arrested for trying to burn his wife

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ ও প্রিয় : আবারো পরকীয়ার ঘটনা জানতে পারায় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। গুণধর স্বামীর নাম দোলন প্রামানিক গোবর্ধনপুর কোস্টাল থানার গোবর্ধনপুর এলাকায় বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়িতে রয়েছে তার স্ত্রী এবং একটি মেয়ে। বর্তমানে স্ত্রী অন্তঃসত্ত্বা। গৃহবধূ এবং তার মায়ের অভিযোগ, বাড়িতে স্ত্রী থাকা সত্তেও তার স্বামী দীর্ঘদিন ধরে পাড়ার এক গৃহবধূ সঙ্গে পরকীয়া সম্পর্ক জড়িয়েছিলেন। মায়ের বয়ান অনুযায়ী জানা যায়, গতকাল রাত্রে তার স্ত্রী যখন বিছানায় ঘুমাচ্ছিল হঠাৎ করে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় স্বামী।
এরপর গৃহবধূর চিৎকারে শশুর শাশুড়ি এবং বাইরে লোকজন দৌড়ে আসেন। তারা এসে কোনরকমভাবে রক্ষা করে জলে ফেলে দেয়। সেখান থেকে ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। পরে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দেহের অধিকাংশ পুড়ে গিয়েছে মেয়েটির। পরিবারের অভিযোগের ভিত্তিতে গুণধর স্বামীকে গ্রেফতার করে আজ কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে।