নানুর থানার পুলিশের অভিযান এবার অনলাইন সেন্টারে, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Police raid of Nanur police station now in online center, public sensational information

The Truth Of Bengal : নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নানুর থানার পুলিশের অভিযান এবার অনলাইন সেন্টারে, আর তাতেই ধরা পড়লো ওই সেন্টারটি সম্পূর্ণরূপে অবৈধ। এমনকি নানুর থানার বড়া গ্রামের ঐ ফেক অনলাইন সেন্টারের অভিযানের ফলস্বরূপ চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে।
জানা গেছে বিভিন্ন ধরনের ভুয়ো সার্টিফিকেট এমনকি নকল ভোটার আধার প্যান কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছিল অবলীলায়। এমনকি বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েত প্রধানের শিল স্ট্যাম্প ও সই নকল করেও নথি তৈরি হচ্ছিল বলেও জানা গেছে। নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায় জানান, এক মহিলার ভোটার কার্ড সংক্রান্ত আবেদনের সঙ্গে দেওয়া নথি পরীক্ষা করতে গিয়ে বিষয়টি সামনে আসে।
এদিকে, ওই ফেক অনলাইন সেন্টারটির ট্রেড লাইসেন্স আছে অশোক কুমার কর্মকারের নামে, যদিও এই কাণ্ডের মূল মাথা তার ছেলে সৌম্যদীপ কর্মকার। ইতিমধ্যেই পুলিশ অশোক কুমার কর্মকারকে আটক করেছে বলে জানা গেছে। খোঁজ চালানো হচ্ছে মূল অভিযুক্তের।