রায়গঞ্জে মহিলাদের সুরক্ষার স্বার্থে চালু হল “পিঙ্ক মোবাইল”
"Pink Mobile" launched for protection of women in Raiganj

Truth Of Bengal : সত্যেন মহন্তঃ রায়গঞ্জ : উত্তর দিনাজপুর : নারীদের নিরাপত্তা সুদৃঢ় করতে রায়গঞ্জে চালু হল “পিঙ্ক মোবাইল”। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নীলাকান্তম এবং পুলিশ সুপার মোঃ সানা আখতারের উপস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মহিলাদের সুরক্ষার স্বার্থে “পিঙ্ক মোবাইল” চালু করা হল রবিবার। এটি নারীদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ মাত্র।
বিশেষভাবে মনোনীত গাড়ি, প্রশিক্ষিত মহিলা অফিসারদের দ্বারা পরিচালিত, হয়রানি, গার্হস্থ্য সহিংসতা বা মহিলাদের নিরাপত্তার জন্য কোনও হুমকির সাথে জড়িত ঘটনার প্রতিক্রিয়া জানাবে। ৩৬০ ডিগ্রী ক্যামেরা দিয়ে সজ্জিত, এই গাড়িটি দ্রুত এবং দক্ষ প্রতিক্রিয়ার সময় নিশ্চিত করে। PINK MOBILE একটি দৃশ্যমান পুলিশ উপস্থিতি এবং সম্ভাব্য অপরাধীদের ঠেকাতে স্কুল, কলেজ এবং বাজারের মতো সংবেদনশীল এলাকায় টহল দেবে। এই উদ্যোগটি মহিলাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে এবং ভয় ছাড়াই তাদের বসবাস ও ভ্রমণের ক্ষমতায়নের জন্য জেলার অঙ্গীকার প্রতিফলিত করবে বলে ডি আই জি রায়গঞ্জ জানান । ডি আই জি রায়গঞ্জ সুধীর কুমার নীল কান্তম এবং রায়গঞ্জের পুলিশ সুপার মোঃ সানা আখতার যৌথভাবে সবুজ ফ্ল্যাগ নাড়িয়ে এর উদ্বোধন করেন।