রাজ্যের খবর

মধ্যমগ্রামে মা ও মেয়ের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়

Mysterious death of mother and daughter in Madhyamgram, sensational area

Truth Of Bengal: শুক্রবার বিকেলে মধ্যমগ্রামের দোহারিয়া শৈলেশ নগরের দুর্গা মন্ডপ এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজ ঘর থেকে উদ্ধার হল এক মা ও তার পাঁচ বছরের মেয়ের নিথর দেহ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম মধুমিতা। তার সাত বছরের দাম্পত্য জীবনে কখনো বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তার স্বামী স্থানীয় একটি পিচ-বোর্ড কারখানায় কাজ করেন। শুক্রবার বিকেলে কাজের সময় তিনি মধুমিতাকে ফোন করেন, কিন্তু কোনো সাড়া পাননি। একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। সন্দেহ হওয়ায় পাশের মুদিখানার দোকানে ফোন করে তিনি খোঁজ নেন। তখনই অন্যান্য ভাড়াটিয়ারা এগিয়ে এসে দরজা খুলে দেখেন মেঝেতে পড়ে আছে মা ও মেয়ের নিথর দেহ।

তড়িঘড়ি করে দু’জনকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, মধুমিতা ও তার মেয়ে প্রশংসা—দুজনেই আর নেই। এরপর মৃতদেহ দুটি মধ্যমগ্রাম মাতৃ সদনে পাঠানো হয়। পরিবারের সদস্যরা, এমনকি মধুমিতার স্বামীও এই মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছেন না। কী এমন ঘটল, যার ফলে মা ও মেয়ের জীবন একসঙ্গে থেমে গেল? পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

Related Articles