Mira Smriti Art Fair: ৩৫ বছরে মিরা স্মৃতি আর্ট মেলা! শিল্পকলার টানে রিষড়ার বাঙ্গুর পার্কে জনজোয়ার
দীর্ঘদিন ধরে চিত্রকলা ও শিল্পচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আয়োজক সংস্থা।প্রায় হাজারেরও বেশি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে আর্ট এক্সিবিশন।
তরুণ মুখোপাধ্যায়, হুগলী: রিষড়ার বাঙ্গুর পার্কে অনুষ্ঠিত হল মিরা স্মৃতি আর্ট মেলা ২০২৫। প্রদর্শনী, কর্মশালা ও হস্তশিল্পের অভিনবত্বে ভরপুর এই আর্ট মেলা এবছর ৩৫তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরে চিত্রকলা ও শিল্পচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আয়োজক সংস্থা।প্রায় হাজারেরও বেশি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে আর্ট এক্সিবিশন। পাশাপাশি রয়েছে সুতোর কাজ, পেপার কাটিং ওয়ার্ক, কাগজ কাটিংয়ের বিভিন্ন মূর্তি-সহ নানা ধরনের হস্তশিল্পের সম্ভার, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। ২৫-২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, সংস্থার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু’হাজার। সংস্থার কর্ণধার তথা জনপ্রিয় চিত্রশিল্পী চঞ্চল ঘোষ জানান, মোবাইল ও ইন্টারনেট নির্ভর বর্তমান যুগে মানুষের মধ্যে চিত্রকলার প্রতি আগ্রহ কিছুটা কমলেও, মিরা স্মৃতি আর্ট মেলার মতো আয়োজন সেই আগ্রহ ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নতুন প্রজন্মকে চিত্রকলার প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।এই চিত্র প্রদর্শনী দেখতে বহু শিল্পানুরাগী ও সাধারণ মানুষের ভিড় করছে রিষড়া বাঙ্গুর পার্কে।







