বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা বিপ্লব! নিখরচায় জন্ম নিল টেস্ট টিউব বেবি
Medical revolution in the government hospital of Bengal! A test tube baby was born for free

Truth Of Bengal: Saif Khan: আর জি কর বিতর্কের আবহেই বাংলার সরকারি হাসপাতালে ঘটল চিকিৎসা বিপ্লব! প্রথমবারের মতো, সম্পূর্ণ নিখরচায় জন্ম নিয়েছে একটি টেস্ট টিউব বেবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা এক দরিদ্র দম্পতির কোলে সন্তান তুলে দিয়েছেন, যা তাদের মুখে হাসি ফুটিয়েছে।
টেস্ট টিউব বেবির স্রষ্টা, প্রয়াত ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের শিষ্য ডাঃ সুদর্শন ঘোষদস্তিদারকে সম্পূর্ণ বিনা খরচে এই টেস্ট টিউব বেবির জন্মদানের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের শিশু বিভাগের পাশে দ্রুত গড়ে উঠেছে এই বন্ধ্যাত্ব দূরীকরণ বিভাগটি।
মুখ্যমন্ত্রী টেস্ট টিউব বেবির জন্মদানের জন্য বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো স্থাপন করেছেন, যার খরচ কয়েক কোটি টাকা। কিন্তু সাধারন মানুষের এই পরিষেবা পেতে নামমাত্র খরচ বহন করতে হবে। এই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আমজনতার জন্য করে দিয়েছেন।
এসএসকেএম হাসপাতালের এই বিভাগ চালু হওয়ার পর, জেলা থেকে গরিব দম্পতিরা একে একে আসতে শুরু করেছেন। বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব ভ্রূণ তৈরির খরচ প্রায় আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা, যা অনেকের সাধ্যের বাইরে। ডাক্তার সুদর্শন ঘোষদস্তিদার বলেছেন, “ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে টেস্ট টিউব বেবি জন্ম নিয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী দিনগুলিতেও সবাই বিনা খরচে সন্তানের মুখ দেখতে পারবেন।” এই শিশুর জন্মে মা-বাবা যেমন খুশি, তেমনি উচ্ছ্বসিত হাসপাতালের ডাক্তার ও নার্সরা। নিঃসন্দেহে বাংলার চিকিৎসা জগতে এই বিপ্লব এক ইতিহাস হিসাবে রয়ে যাবে।