বন্ধ ৬টি চা বাগান অধিগ্রহণ করবে সরকার, বানারহাটের সভায় জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Announces About Tea Garden

The Truth of Bengal: উত্তরবঙ্গে বন্ধ ৬টি চা বাগান নিয়ে বেনে রাজ্য সরকার। জলপাইগুড়ির বানারহাটের প্রশাসনিক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে আবারও চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে ছিল রাজ্য সরকার। এবার বানারহাটের জনসভার মঞ্চ থেকে জলপাইগুড়ির ৬টি চা বাগান অধিগ্রহণ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আগের লোকসভা ও বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে এসে একাধিকবার চা শ্রমিকদের কল্যাণের কথা বলেছিলেন দিল্লির বিজেপি নেতারা। ভোট মিটে যাওয়ার পর সেই চা শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। প্রতিশ্রুতি পালন করেনি কেদ্রের বিজেপি সরকার। কেন্দ্র উদাসীন থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকার। রেশন সহ বিভিন্ন সাহায্য নিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বন্ধ চা বাগান খোলার উদ্যোগ নেয়। এবার সরাসরি ৬টি চা বাগান অধিগ্রহণ করার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
রবিবার আলিপুরদুয়ারের সভায় চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানান, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়। পরদিন বানারহাটের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ৬টি চা বাগান অধিগ্রহণ করার কথা জানান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি চা শ্রমিকরা।
Free Access