রাজ্যের খবর
বার্নপুরে আইএসপি সেলের সেফটি দফতরে চাকরির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের
Locals protest demanding jobs in the safety office of the ISP cell in Burnpur

Truth Of Bengal: শুক্রবার বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে আইএসপি সেলের সেফটি দফতরে স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে স্থানীয় জনগণের বিক্ষোভ। এদিন স্থানীয় বিক্ষোভরত জনগণ আইএসপি সেলের সেফটি দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
তাদের বক্তব্য আইএসপি সেল বার্নপুরের নতুন করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আধুনিকীকরণ করা হচ্ছে। যার জন্যে প্রায় ১৫০০০ লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ সেখানে স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগতদের ডেকে আনা হচ্ছে। এরই প্রতিবাদে এদিন স্থানীয় জনগণ বিক্ষোভে সরব হয়েছে। তাদের দাবি স্কিল ওয়ার্কার না হলেও অস্থায়ী শ্রমিক হিসাবে স্থানীয় বেকার যুবক যুবতীদের নিয়োগ দিতে হবে।