বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের, ব্যাপক চাঞ্চল্য
Leopard dies after being hit by a car in Bhuttabari area of Bagdogra, widespread sensation

The Truth Of Bengal : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াল লোকটা এলাকায়।
জানা গিয়েছে এদিন ভোররাতে একটি চিতাবাঘ ভুট্টাবাড়ি এলাকায় রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় কোন এক গাড়ি ধাক্কা মারে চিতা বাঘটিকে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিতা বাঘের। এ দেখি স্থানীয়রা খবর দেয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। এরপর বনকর্মীরা গিয়ে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে চিতা বাঘটি পাঁচ বছর বয়সী পুরুষ চিতাবাঘ ছিল। এদিন চিতা বাঘটির ময়নাতদন্ত হবে। তবে কোন গাড়ি মেরেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতি মধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও দার্জিলিঙের বাগডোগরায় এশিয়ান হাইওয়ে থেকে রক্তাক্ত চিতাবাঘটিকে উদ্ধার করা হয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন বন বিভাগের কর্মীরা। এরপর চিতাবাঘটির দেহের ময়নাতদন্ত করা হয় বলে খবর বন দফতর সূত্রে।