রাজ্যের খবর

কার্গিল বিজয় দিবসের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে হেমতাবাদ ব্লকের সীমান্ত গ্রাম মালোনে নকআউট কাবাডি ও তীরন্দাজি প্রতিযোগিতা

Knockout Kabaddi and Archery Competition at Malon, Border Village of Hemtabad Block on the occasion of Silver Jubilee Year of Kargil Victory Day

The Truth Of Bengal, সত্যেন মহন্তঃহেমতাবাদ,উত্তর দিনাজপুর : শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালোন গ্রামে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালোন গ্রামের যুবক যুবতি দের তীরন্দাজ ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় এবং সীমান্ত চেতনা মঞ্চ, মালোন সেক্টরের পরিচালনায় দিনভর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মালোন গ্রামের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বি এস এফের কমান্ডার হৃদয় রাজ,বিভাগীয় প্রচারক সন্দীপ সামন্ত, নীরাজ নারায়ণ রায়, গণেশ চন্দ্র পাল সহ অনেকেই।শুক্রবার দেশ জুড়ে কার্গিল বিজয় দিবস পালনের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার মালোনেও এই দিনটি যথা যোগ্য মর্যাদার সাথে পালিত হয়। জানা যায় ১৯৯৯ সালে লাদাখে নিয়ন্ত্রণ রেখা টপকিয়ে পাকিস্থানি হানাদার রা শীতকালে ভারতীয় সেনা বাহিনীর ছেড়ে যাওয়া চৌকিগুলি দখল করেছিল।প্রাথমিক ভাবে বেকায়দায় পরে যাওয়া ভারতীয় সেনাবাহিনী অনেক রক্তক্ষরণের মাধ্যমে পাকিস্থানি হানাদারদের এদেশের মাটি ছাড়া করেছিল “অপারেশন বিজয়” এর মাধ্যমে জুলাই মাসের ২৬ তারিখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার নীরজ নারায়ণ রায় জানান, ২৬ জুলাই প্রতিবছর কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এবছর এই দিনটি বিশেষ ভাবে উদযাপন করা হচ্ছে। কারন, এবছর কার্গিল বিজয়ের ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী বর্ষ। কাবাডি প্রতিযোগিতা মোট ৮ টি দল এবং তীরন্দাজি প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছিল।

Related Articles