রাজ্যের খবর

নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্ট

Knee and Lumbar Bone Replacement has been launched at Niagram Super Specialty Hospital

Truth Of Bengal: দুর্ঘটনাজনিত কারণে হাঁটু কিংবা কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রয়োজন হলেই সাধারণ পরিবারকে ছুটতে হয় বেসামরিক কোন নার্সিংহোম কিংবা দুরবর্তী কোন সরকারি হাসপাতালে বা পাশের রাজ্য ওড়িশাতে।

তাই এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারের হয়রানির পাশাপাশি গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনাল ঝাড়গ্রাম জেলার ওড়িশা সীমান্ত লাগোয়া নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল।এই হাসপাতালেই এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্টের সুবিধা।

সেরকম একটা সফল অস্ত্রোপচার করল এই হাসপাতাল। প্রায় দেড় ঘণ্টা অপারেশন এর পর এক রোগীর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার শান্তনু পট্টনায়েক।

জানা গিয়েছে, গত প্রায় এক মাস আগে জঙ্গলে পাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙ্গে ঝাড়েশ্বর মাঝি নামে এক বছর ৫৭ ব্যক্তির। রোগীর বাড়ি নয়াগ্ৰাম ব্লকের মড়াপাদা গ্রামে ।

পরে তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়েক এর কাছে এলে চিকিৎসা শুরুর পর জানা যায় রোগীর হিমোগ্লোবিন এর সমস্যা রয়েছে।

যার কারণে রক্ত দিয়ে রোগীর হিমোগ্লোবিন স্বাভাবিক করতে হবে। সেই মতো রোগিকে গত ৭ দিন আগে ভর্তি করে রক্ত দিয়ে স্বাভাবিক হতেই হাসপাতালের অ্যানাসথেসিয়া বিভাগের চিকিৎসক ডক্টর শুভঙ্কর সামন্তের ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে হয় ঝাড়েশ্বর মাঝির কোমরের অপারেশন। সফল অস্ত্রোপচার এর পর খুশি রোগীর পরিবার।

Related Articles