কলকাতাদেশরাজ্যের খবর
Trending

পয়লা দিন থেকে কার্যকর বাণিজ্যিক গ্যাসের বর্ধিত দাম,কলকাতায় কত টাকা দরে বিকোচ্ছে সিলিন্ডার?

Increased Commercial Gas Prices Effective From 1st December

The Truth Of Bengal: শুক্রবার থেকে বাণিজ্যিক গ্যাসের বর্ধিত দাম কার্যকর হল। বাড়তি দাম দিতে হচ্ছে এবার ব্যবসায়ীদের। ১৯কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২৩টাকা বাড়ল কলকাতায়।

আগেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম বাড়ানো হয়েছে। আগে কলকাতায় যে গ্যাস সিলিন্ডারের দাম ১,৮৮৫.৫ টাকা পড়ছিল, সেটা কিনতে পয়লা ডিসেম্বর থেকে তা হল ১,৯০৮ টাকা

কলকাতায় দাম বৃদ্ধি হয়ে দাঁড়াল ১৯০৮টাকা, দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়েছে ২১টাকা, দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১৭৯৬.৫০ টাকা এবং মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী ৩১ দিনে যদি আর দামের কোনও হেরফের না করা হয়, তাহলেই এই বর্ধিত দামেই গ্যাস সিলিন্ডার কিনে ২০২৩ সাল কে বিদায় জানাতে হবে দেশবাসীকে।

Free Access