রাজ্যের খবর

আরজি করের বোনটির নির্যাতনকারীদের শাস্তি চাই, সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতার

I want punishment for the torturers of RG Kar's sister

Truth Of Bengal : আরজি কর মেডিক্যাল কলেজও হাসপাতালে তরুণী চিকিত্সকের খুনীও নির্যাতনকারীদের কঠোর শাস্তি চেয়ে আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁরা একযোগে বার্তা দেবেন। এদিন তাঁরা বিরোধীদের বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে মুখ খুলতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নবান্ন অভিযান ও লালবাজারে হাঙ্গামা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীরা যে সোচ্চার হতে চান তার আভাস মিলছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান ঘিরে তৃণমূল ছাত্র পরিষদ মেয়ো রোডে মেগা সমাবেশের আয়োজন করেছে। সমস্ত শহরের পয়েন্টে হাজির রয়েছে স্বেচ্ছাসেবকরা। রয়েছেন তৃণমূলের নেতা –কর্মীরাও। জমায়েত,মিছিল জোরদার করেছে টিএমসিপি। শহরে ছাত্র সমাবেশের জন্য পুলিশ-প্রশাসনও নজরদারি বাড়িয়েছে।কারণ বুধবার বনধের ডাক দিয়েছে বিজেপি। সেজন্য অশান্তি এড়াতে কলকাতায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।রাজনৈতিক তত্পরতাও জারি আছে।

এরমাঝে বাংলার মানুষকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আজকের দিনটি আরজি করের বোনটির জন্য উত্সর্গ করছি।তাঁকে হারানোর জন্য  আমরা দারুণভাবে মর্মাহত হয়েছি।তাঁর অকাল মৃত্যুর জন্য  সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তিনি পাশবিক অত্যাচারের নিন্দাও করেছেন। দ্রুত ন্যায়বিচার চেয়ে সরব  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আরজি কর কাণ্ডের সুবিচার চেয়ে তৃণমূলের শীর্ষ নেতারা সমাবেশ থেকে কী বক্তব্য পেশ করেন তার দিকে তাকিয়ে সব মহল।

Related Articles