রাজ্যের খবর

কালি পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

How will the state weather in Kali Puja?

Truth Of Bengal: Riya Purkait: উৎসব প্রিয় বাঙালি উৎসবে বৃষ্টি চায় না, তাঁরা চায় উৎসবে মাততে। সম্প্রতি দুর্গা পুজো শেষ হয়েছে, সে সময় শহরের বুকে খুব একটা বৃষ্টি নামেনি। তবে মহোৎসব কাটলেও উৎসবের রেশ কিন্তু এখনও কাটেনি। এবার কালি পুজোয় মাততে চলেছে বঙ্গবাসী। আর এই উৎসবের মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

বলা হয়েছে তিলত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অপর প্রান্তে কালীপুজোর আগে শীতের আমেজ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles